নির্মীয়মাণ মেট্রোর পিলার ধসে মৃত বহু

author-image
Harmeet
New Update
নির্মীয়মাণ মেট্রোর পিলার ধসে মৃত বহু


নিজস্ব সংবাদদাতাঃ
মঙ্গলবার বেঙ্গালুরুতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বেঙ্গালুরুর আউটার রিং রোডের নাগওয়ারার কাছে একটি নির্মীয়মাণ মেট্রোর পিলার ভেঙে পড়ল আজ। যার পরে ওই এলাকার যান চলাচল ব্যাহত হয়েছে। পিলার ভেঙে পড়ার পর বিশৃঙ্খলা তৈরি হয়েছে। শুধু তাই নয়, বেঙ্গালুরু পূর্বের ডিসিপি ভীমাশঙ্কর এস গুলেদ জানিয়েছেন, 'আউটার রিং রোডের নাগাভারার কাছে একটি নির্মীয়মাণ মেট্রোর পিলার ধসে এক পরিবারের দুই জনের মৃত্যু হয়েছে।'