'এজলাসে প্রবেশে যেন বাধা না দেওয়া হয়', নির্দেশ বিচারপতি মান্থার

author-image
Harmeet
New Update
'এজলাসে প্রবেশে যেন বাধা না দেওয়া হয়', নির্দেশ বিচারপতি মান্থার

নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টে তাঁর এজলাস বয়কটের ঘটনায় এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তলব করলেন হাইকোর্টের ওসিকে। একইসঙ্গে নির্দেশ দিলেন, কোনওভাবেই যাতে কলকাতা হাইকোর্টে তাঁর এজলাসে কাউকে প্রবেশে বাধা না দেওয়া হয়। এজলাসের বাইরে প্রয়োজনে ফোর্স বাড়ানোরও নির্দেশ দিয়েছেন তিনি। বিচারপতি মান্থা মঙ্গলবার বলেন, "যারা আসতে চান,তাঁরা যেন এজলাসে প্রবেশ করতে পারেন। যারা আসতে চান না সেটা তাঁদের বিষয়।"