​নিজস্ব সংবাদদাতা: আজ অর্থাৎ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বছরের প্রথম ওডিআই খেলতে নামছে ভারত। চলতি বছরেই টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে পরাজিত হয়েছে শ্রীলঙ্কা। আর আজ গুয়াহাটিতে দুই দল মুখোমুখি হওয়ার আগে পড়শি দেশের অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন , 'ভারতের মাটিতে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা বাদে আর কোনও দল জিততে পারেনি। মুম্বইয়ে কিন্তু আমরা লড়াইটা দারুণ করেছিলাম। তবে ওরা দুর্দান্ত লড়াই করে ম্যাচে ফিরে আসে। এই সিরিজেই আমাদের কড়া টক্কর দিতে হবে। এই সফরে আমরা ভাল পারফর্ম করতে মরিয়া। সফরে আসার আগে আমি বেশি করে তার জন্য অনুশীলনও করেছি। ভারতে ভাল খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।'