New Update
/anm-bengali/media/post_banners/YLJWCv3kIbERfHo1wO7q.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার উত্তরপ্রদেশের আসন্ন এমএলসি নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উত্তর প্রদেশ বিধান পরিষদের পাঁচটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদের নাম অনুমোদন করেছেন। ​
যে তিন বিজেপি প্রার্থী রয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন জয় পাল সিং (বরেলি মোরাদাবাদ); অরুণ পাঠক (কানপুর-উন্নাও) এবং দেবেন্দ্র প্রতাপ সিং (গোরক্ষপুর-ফৈজাবাদ)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us