নিজস্ব সংবাদদাতা: কয়েক দিন ধরেই জোশীমঠের বাড়ি ঘর, রাস্তায় ফাটলের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে জোশীমঠের অনিরাপদ বাড়ি হোটেল ভাঙার কাজ মঙ্গলবার থেকে শুরু করলো জেলার কর্তৃপক্ষ। ইতিমধ্যেই 'অনিরাপদ অঞ্চল' থেকে সব বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান চামোলির ডিএম ইমাংশু খুরানা।