নিজস্ব সংবাদদাতা: শীঘ্রই শুরু হবে জোশীমঠের হোটেল মালারি ইনের ভাঙার কাজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসডিআরএফ মোতায়েন করেছে প্রশাসন। এসডিআরএফ বিশেষজ্ঞরা হোটেল মালারি ইন এবং হোটেল মাউন্ট ভিউকে অনিরাপদ ঘোষণা করার পরে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে হোটেল কর্তৃপক্ষ।