নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার চলা যুদ্ধের বিরুদ্ধে প্রথম থেকেই কিয়েভকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশগুলো। এর বিরুদ্ধে বরবারই হুঁশিয়ারি দিচ্ছে মস্কো। এ বিষয়ে ক্রেমলিন আবারও সতর্ক করে বলছে, ইউক্রেনের জন্য পশ্চিমাদের নতুন অস্ত্র পরিস্থিতিকে আরও ‘গভীর’ করে তুলবে। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, "কিয়েভে পশ্চিমাদের অস্ত্রের নতুন চালান ইউক্রেনীয় জনগণের দুর্ভোগ বাড়িয়ে তুলবে। অস্ত্র পাঠানোয় যুদ্ধের গতিপথ বদলাবে না।"