পকেট ভারী করতে ৯ ফুটবলারকে বিক্রি করবে চেলসি ?

author-image
Harmeet
New Update
পকেট ভারী করতে ৯ ফুটবলারকে বিক্রি করবে চেলসি ?

​নিজস্ব সংবাদদাতাঃ চেলসিকে কেন্দ্র করে চরম বিতর্ক। আগামী দিনের জন্য ফান্ড মজবুত করতে নাকি বর্তমান স্কোয়াডের ৯ ফুটবলারকে বিক্রি করতে হবে তাদের! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় @InfamousChelsea নামের টুইটার প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়েছিল। 

যেখানে দাবি করা হয়েছে, আগামী দিনের কথা ভেবে কুলিবালি, মেসন মাউন্ট, কাইল হ্যাভর্ৎজদ-সহ মোট ৯ ফুটবলারকে বিক্রি করতে পারে ক্লাব। চেলসি ম্যানজেমেন্টের প্রতি সমর্থকরা এমনিতেই ক্ষুব্ধ। তার ওপর এই ধরণের পোস্টের পর বিতর্ক আরো বেড়েছে।