নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাঈ চানু বৃহস্পতিবার টুইটারে মণিপুরী পোশাক পরে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটিতে মীরাবাঈকে অত্যন্ত স্টাইলিশ লাগছে। ছবিটির ক্যাপশনে মীরাবাঈ লিখেছেন, ‘ট্র্যাডিশনাল পোশাক পড়তে আমার সবসময় ভালোলাগে’।