প্রবাসী দিবসে G20 নিয়ে বার্তা মোদীর

author-image
Harmeet
New Update
প্রবাসী দিবসে G20 নিয়ে বার্তা মোদীর

নিজস্ব সংবাদদাতাঃ 'ভারতের দিকে তাকিয়ে গোটা বিশ্ব', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোরে ১৭তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উপলক্ষে ভাষণ দেন। সেখানেই তিনি এই কথা বলেন। সম্মেলনে ভারতের উন্নয়নমূলক কাজের বিষয়ে তুলে ধরেন। সম্মেলনের সময় জি২০-র সভাপতিত্ব নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। এই উপলক্ষে, তিনি বলেন, 'এই বছর ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করবে। ভারত এই দায়িত্বকে বড় সুযোগ হিসেবে দেখছে। ভারত সম্পর্কে বিশ্বকে বলার এটাই আমাদের কাছে সুবর্ণ একটি সুযোগ।' প্রধানমন্ত্রী মোদী বলেন, 'এই প্রবাসী ভারতীয় দিবসটি বিভিন্ন দিক থেকে বিশেষ। মাত্র কয়েক মাস আগে, আমরা ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করেছি। এখানে স্বাধীনতা সংগ্রামের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশ অমৃত যুগে প্রবেশ করেছে। ভারতের বৈশ্বিক দৃষ্টি আরও শক্তিশালী হবে এই সময়কালে।' এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সুরিনাম প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট চন্দ্রিকাপারসাদ সান্তোখী এবং গায়ানা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডাঃ মহম্মদ ইরফান আলি।