হরি ঘোষ, দুর্গাপুর: সোমবার দুর্গাপুর পৌরসভা থেকে শিশুদের রুবেলা-ভ্যাকসিন দেওয়া শুরু হল। দুর্গাপুর স্টিল টাউন শিপের তিনটি বেসরকারি স্কুলের খুদে পড়ুয়াদের এদিন প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এদিন স্কুলে ভ্যাকসিন দেওয়ার সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন পুরপ্রশাসক বোর্ডের সদস্য রাখি তিওয়ারি ও স্বাস্থ্য দফরের কর্মীরা। চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, দুর্গাপুরের প্রায় ৩৬৬ টি স্কুলে রুবেলা ভ্যাকসিন দেওয়া হবে। এখনো পর্যন্ত ৯৫ হাজার শিশুর নাম নথিভুক্ত হয়েছে। এদিন টাউনশিপ সুরেন চন্দ্র মর্ডান স্কুল, ডিএভি ও প্রেমানন্দ স্কুলে খুদে পড়ুয়াদের রুবেলা-ভ্যাকসিন দেওয়া হয়েছে।