New Update
/anm-bengali/media/post_banners/Z19KD4xyDPRFzliksHUg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নামেই মিনি নিলাম। কিন্তু ক্রিকেট ভক্তদের মধ্যে উৎসাহ ছিল পুরো দমে। কিছু দিন আগে আয়োজিত হয়েছিল আসন্ন আইপিএল-এর নিলাম, যাকে 'মিনি অকশন' বলা হচ্ছে। অন্যান্যবারের নিলামের তুলনায় জাঁকজকমক কিছুটা হলেও কম। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মিনি নিলাম দেখার জন্য স্টার স্পোর্টসের পর্দায় চোখ রেখেছিলেন প্রায় ৫ কোটি ক্রিকেট-প্রেমী।
5 crore cricket fans tune in to Star Sports for IPL mini auction 2023. (Source - Exchange4media)
— Johns. (@CricCrazyJohns) January 9, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us