নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লক স্বাস্থ্য দফতরের উদ্যোগে সোমবার সকাল ১০ টা নাগাদ গোপীবল্লভপুর নিউ প্রাইমারি স্কুলে হাম-রুবেলার টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন গোপীবল্লভপুরের ১ নং ব্লকের BHOH ডঃ সীতানাথ হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নাজিমুল হক, গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের আধিকারিক ডঃ আকাশ রঞ্জন মাহাত, গোপীবল্লভপুর থানার ASI স্বদেশ প্রমাণিক, সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ সিরাজ দত্ত সহ স্বাস্থ্য দফতরের অন্যান্য আধিকারিকরা। জানা গিয়েছে, এদিন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ১৪ টি স্কুল ৩ টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হল হাম-রুবেলার টিকাকরণ। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আজকে প্রায় ২৯০০ জন ছাত্র ছাত্রীকে হাম- রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে।