নিজস্ব সংবাদদাতা: ভাঙনের জেরে যোশীমঠ এবং সংলগ্ন এলাকাকে বিপর্যয় প্রবণ ঘোষণা করেছে সরকার। জ্যোতিষ পীঠ শংকরাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সোমবার বলেন, ক্ষতিগ্রস্তদের ধৈর্য ও মনোবল বাড়াতে নৈতিক সমর্থন প্রয়োজন। শংকরাচার্য মঠের পক্ষ থেকে জ্যোতিষ এবং ধর্মশাস্ত্রীদের পরামর্শ নেওয়া হয়েছে। এই পরামর্শ মেনেই যোশীমঠকে বাঁচাতে কিছু শাস্ত্রীয় আচার পালন চলেছেন তাঁরা। ২২-৩১ জানুয়ারি যোশীমঠের নরসিংহ মন্দিরে বিশেষ যজ্ঞ আয়োজন করা হবে।