জোশীমঠকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা: চামোলির ডিএম হিমাংশু খুরানার

author-image
Harmeet
New Update
জোশীমঠকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা: চামোলির ডিএম হিমাংশু খুরানার

নিজস্ব সংবাদদাতা: জোশীমঠ এলাকাকে দুর্যোগপ্রবণ বলে সোমবার ঘোষণা করলেন চামোলির ডিএম হিমাংশু খুরানার। ইতিমধ্যেই এই অঞ্চলে সমস্ত নির্মাণ কার্যক্রম নিষিদ্ধ করেছে প্রশাসন। চামোলির জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, বর্তমানে জলশক্তি মন্ত্রকের একটি দল সহ কেন্দ্রীয় সরকারের দুটি দল এখন জোশীমঠের পরিস্থিতিকে পর্যালোচনা করছে।