নিজস্ব সংবাদদাতাঃ কেনিয়ার রাজধানী নাইরোবিগামী একটি বাস উগান্ডা থেকে সীমান্ত অতিক্রম করার পরপরই বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২১ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। উগান্ডার আঞ্চলিক পুলিশের মুখপাত্র রজার্স তাইতিকা বলেন, "নিহতদের অধিকাংশই কেনিয়ার নাগরিক এবং আটজন উগান্ডার নাগরিক নিহত হয়েছেন।" তাইতিকা বলেন, "চালক আপাতদৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন, যার ফলে গাড়িটি রাস্তা থেকে সরে যায়। প্রাথমিক তদন্তে বাসচালকের অতিরিক্ত গতির একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে।"