নিজস্ব সংবাদদাতাঃ ফের পাথর হামলা বন্দে ভারত এক্সপ্রেসে। যাত্রীদের অভিযোগ অনুযায়ী, বিহারের বারসই জংশন ছেড়ে ট্রেন ৪-৫ মিনিট এগোতেই পাথর ছোঁড়া হয়। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্থ সি১১ কোচ। সি১১ কোচের একটি জানলার কাচে দাগ দেখা গিয়েছে। বারবার হামলার নিশানায় বন্দে ভারত, আতঙ্কে যাত্রীরা। এদিন রাত ৮ টা ১৯ মিনিটে বোলপুর রেল স্টেশনে পৌঁছায় বন্দে ভারত এক্সপ্রেস। হামলার খবর পেয়ে রেলের নিরাপত্তা কর্মীরা ক্ষতিগ্রস্থ কামরা খতিয়ে দেখে। বাংলায় বন্দে ভারতের চাকা গড়াতে না গড়াতেই এই নিয়ে তৃতীয়বার হামলার ঘটনা ঘটল।