ন্যাটোর আবেদন নিয়ে তুরস্ক অনেক বেশি প্রশ্ন করছেঃ সুইডেন

author-image
Harmeet
New Update
ন্যাটোর আবেদন নিয়ে তুরস্ক অনেক বেশি প্রশ্ন করছেঃ সুইডেন

নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয়ে তুরস্কের সম্মতি পাওয়া যাবে বলে আশাবাদী সুইডেন। তবে এই সমর্থন দিতে আঙ্কারা যে সমস্ত শর্ত রেখেছে সেগুলো পুরোপুরি পূরণ করা সম্ভব হবে না সুইডেনের পক্ষে। রবিবার সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সুইডেনে একটি প্রতিরক্ষা থিংক-ট্যাংক সম্মেলনে বলেন, "আমরা যা করেছি এবং আমাদের যা করতে হবে তা জানিয়েছে তুরস্ক। কিন্তু তারা এমন কিছু বিষয় চাইছে যা আমরা পারব না বা তাদের দিতে চাই না।" ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর মে মাসে ন্যাটো জোটে যোগদানের আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড। কিন্তু তুরস্ক দাবি করেছিল, দেশ দুটি তুরস্কের নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির জঙ্গিদের আশ্রয় দিচ্ছে।