নিজস্ব সংবাদদাতাঃ রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রা রবিবার কুরুক্ষেত্রে প্রবেশ করেছে। এর আগে, রবিবার সকালে কার্নালের নিলোখেরি অঞ্চলের দোদওয়া থেকে পদযাত্রাটি পুনরায় শুরু হয়। কুরুক্ষেত্রে প্রবেশের পর কংগ্রেস সাংসদ ব্রহ্ম সরোবরে আরতি করেন। গান্ধী সমর্থকরাও আরতিতে অংশ নিয়েছিলেন। কংগ্রেস সাংসদের আরতি করার ভিডিওটি প্রকাশিত হয়েছে।