​নিজস্ব সংবাদদাতাঃ তালিবান রাজে আফগানিস্তান ক্রমশ অপরাধের মুক্ত ক্ষেত্রে পরিণত হচ্ছে। এইবার সহস্রাধিক অপরাধির মুক্তিতে তা আরও বৃদ্ধি পেল। সম্প্রতি আফগানিস্তানের তালিবান অধিপত্য ৬ টি মুখ্য শহর থেকে সহস্রাধিক অপরাধিদের মুক্ত করল তালিবান জঙ্গি গোষ্ঠী। যাদেরমধ্যে রয়েছে শতাধিক তালিবান সদস্য।