'যদি বিষ মিশিয়ে দেন?' পুলিশের উদ্দেশে করা অখিলেশ যাদবের মন্তব্যকে ঘিরে শোরগোল

author-image
Harmeet
New Update
'যদি বিষ মিশিয়ে দেন?' পুলিশের উদ্দেশে করা অখিলেশ যাদবের মন্তব্যকে ঘিরে শোরগোল



নিজস্ব সংবাদদাতাঃ
পুলিশের দফতরে চা খেতে অস্বীকার করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ কুমার যাদব। সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা পুলিশকর্মকর্তাদের মুখের উপরেই বলে দিলেন, ‘আমি আপনাদের বিশ্বাসই করি না।’ অখিলেশের এমন মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে। সমাজমাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সম্প্রতি এসপি নেতা মণীশজগন আগরওয়ালকে গ্রেফতার করেছে লখনউ পুলিশ। তার গ্রেফতারির প্রতিবাদেই রবিবার লখনউ পুলিশের সদর দফতরে বিক্ষোভ দেখা এসপি-র কর্মী-সমর্থকেরা। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গিয়েছে, বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়়িয়ে পড়েন অখিলেশ। তাকে শান্ত করতে পুলিশ কর্মকর্তারা চা খাওয়াতে চান। অভিযোগ, সেই সময় অখিলেশকে বলতে শোনা যায়, ‘আমি চা খাব না। দরকার হলে বাইরে থেকে চা আনিয়ে নেব। হতে পারে আপনারা চায়ে বিষ মিশিয়ে রেখেছেন। আমি আপনাদের বিশ্বাস করি না।’