old_সর্বশেষ খবর প্রবল তেষ্টায় মোম গিলে খেলেন ব্যক্তি Harmeet 12 Aug 2021 11:31 IST Follow UsNew Update​নিজস্ব সংবাদদাতাঃ তীব্র তেষ্টায় জল ভেবে ভুল করে গলে যাওয়া মোম খেয়ে ফেলেছেন এক ব্যক্তি! বিশ্বাস না হলেও সত্যিই এমনটা হয়েছে। আর নিজের কাণ্ডকারখানা আবার Reddit- এ শেয়ারও করেছেন ওই ব্যক্তি। তিনি জানিয়েছেন, সারা দাঁতে মোমের প্রলেপ লেগে গিয়েছিল। সেই সঙ্গে মুখের ভিতরে উপরের অংশেও লেগে গিয়েছিল মোমের পুরু আস্তরণ। ওই ব্যক্তি জানিয়েছেন, ঘুমের ঘোরে মাঝরাতে জল তেষ্টা পেয়েছিল তাঁর। জল পিপাসায় ঘুম ভেঙে গিয়েছিল তাঁর। অন্ধকারে হাতড়ে কোনওরকমে পৌঁছে গিয়েছিলেন বেড-সাইড টেবিলে। আর তারপর অন্ধকারে হাতের সামনে যা পেয়েছেন, তাই ঢেলে দিয়েছেন গলায়। ব্যাস, তাতেই হয়েছে বিপত্তি। জল ভেবে ভুল করে ঘুমচোখে সটান গলে যাওয়া মোম মুখে ঢেলেছেন ওই ব্যক্তি। india viral video viral news Wax drinking water thirsty man canndle wax Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন