​নিজস্ব সংবাদদাতাঃ জাপানের দুইবারের প্রাক্তন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা এই বছরের অস্ট্রেলিয়ান ওপেন থেকে রবিবার নাম প্রত্যাহার করে নিয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন রবিবার টুইট করেছে, 'অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। আমরা তাকে #AO2023-এ মিস করব। দায়ানা ইয়াস্ট্রেমস্কা মূল ড্রয়ে পৌঁছে গেলেন।'