অলিম্পিয়ান বিবেক সাগরকে ভোপালে স্বাগত জানালেন মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়া

author-image
Harmeet
New Update
অলিম্পিয়ান বিবেক সাগরকে ভোপালে স্বাগত জানালেন মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়া

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় পুরুষ হকি দলের সদস্য বিবেক সাগরকে ভোপালে স্বাগত জানালেন মধ্যপ্রদেশের ক্রীড়ামন্ত্রী যশোধরা রাজে সিন্ধিয়া। এদিন বিবেক সম্বন্ধে যশোধরা বলেন, ‘বিবেক কাঁচের ছাদটা ভেঙে দিয়েছে। সাগর রাজ্যের তরুণ-তরুণীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে’।