ঘন কুয়াশার জেরে মাঝরাত থেকে কলকাতায় আটকে বাংলাদেশগামী একাধিক বিমান

author-image
Harmeet
New Update
ঘন কুয়াশার জেরে মাঝরাত থেকে কলকাতায় আটকে বাংলাদেশগামী একাধিক বিমান


কলকাতাঃ
চরম বিপাকে বিমান যাত্রীরা। ঢাকা বিমানবন্দরে ঘন কুয়াশার জেরে মাঝরাত থেকে কলকাতায় আটকে বাংলাদেশগামী একাধিক বিমান।






 যদিও সকাল ৯টার পর উড়ে যায় ঢাকাগামী প্রথম বিমান। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশগামী সব বিমান দেরিতে চলবে।