নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরের শুরুতেই দেশে আয়োজিত হতে চলেছে অটো এক্সপো ২০২৩ (Auto Expo 2023)। আর এই অটো এক্সপোকে কেন্দ্র করে অনেকেই আশা করে রয়েছেন। যদিও অন্যদিকে, অটো এক্সপো ২০২৩ এর কারণে গাড়ির কোম্পানিগুলো তাঁদের বৈদ্যুতিক চারচাকাগুলোর ওপর বেশি করে ফোকাস করছে। আর তারফলেই একের পর এক বৈদ্যুতিক গাড়ি প্রকাশ্যে আনছে বড় বড় কোম্পানিগুলো।
এর মাঝেই ফের এক নতুন গাড়ি লঞ্চ করতে চলছে MG Motor India। এই MG Motor India এর নতুন গাড়িটি বিশ্ববাজারে নজর কাড়তে চলছে। MG Motor India এর নতুন গাড়িটি হল MG 5 electric estate। জানা গিয়েছে, MG Motor India আসন্ন দিল্লি অটো এক্সপোতে একাধিক গাড়ি প্রদর্শনের জন্য প্রস্তুত করছে। সম্প্রতি MG Motor India কোম্পানিটি নিশ্চিত করেছে যে, তাঁরা MG 4 EV এবং MG Air EV প্রদর্শন করবে এক্সপোতে।
MG Motor India কোম্পানির এই নতুন গাড়িটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারও সম্পূর্ণ। এটিতে ফিচারসের মধ্যে উল্লেখযোগ্য, অ্যান্ড্রয়েড অটো/অ্যাপল কারপ্লে, অটোমেটিক জলবায়ু নিয়ন্ত্রণ, তাছাড়াও চাবি ছাড়াই আপনি পুশ বোতামের সাহায্যে গাড়ির দরজা খুলে ফেলতে পারবেন। এছাড়াও বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে একাধিক এয়ারব্যাগ, EBD সহ ABS, ইলেকট্রনিক স্থিতিশীলতা নিয়ন্ত্রণ, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ADAS-এর একটি সম্পূর্ণ স্যুট। এদিকে, মাত্র ৪০ মিনিটেই এটি সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। যা ৩২০-৪০০ কিমি পর্যন্ত পথ খুব সহজেই অতিক্রম করতে পারবে।