৫০ হাজার বছর পর বিশ্ব দেখবে বিরল ধূমকেতু

author-image
Harmeet
New Update
৫০ হাজার বছর পর বিশ্ব দেখবে বিরল ধূমকেতু

নিজস্ব সংবাদদাতাঃ ৫০ হাজার বছরের মধ্যে প্রথমবার খালি চোখে দেখা যাবে একটি বিরল ধূমকেতু। আগামী ১ ফেব্রুয়ারি পৃথিবী ও সূর্যকে অতিক্রম করবে। ফলে পৃথিবী থেকে দূরবীন ছাড়া সহজেই পর্যবেক্ষণ করতে পারবেন বিশ্ববাসী। বিশেষজ্ঞরা বলছেন, যদি আকাশ পরিষ্কার থাকে এবং চাঁদের আলো বেশি আলোকিত না হয় তবেই খালি চোখে দেখা সম্ভব। মার্কিন মহাকাশ সংস্থা নাসা বলছে, ধূমকেতুটি খালি চোখে দৃশ্যমান হতে পারে অন্ধকার রাতের আকাশে। শহরের আলো বা চাঁদের আলো থাকলে তা স্পষ্ট হওয়ার সম্ভাবনা কম। এ প্রসঙ্গে জ্যোতির্বিজ্ঞানী বিভার বলেন, 'এই ধূমকেতু ধূলিকণা ও এমিট এবং সবুজ আভা দিয়ে তৈরি।'