বলসোনারোর আমলের শেষ মাসে আমাজনে ১৫০% বেশি বন উজাড়

author-image
Harmeet
New Update
বলসোনারোর আমলের শেষ মাসে আমাজনে ১৫০% বেশি বন উজাড়

নিজস্ব সংবাদদাতাঃ ব্রাজিলের ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ক্ষমতার শেষ মাস ডিসেম্বরে আমাজনে রেকর্ড পরিমাণ বন উজাড় হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় তা ছিল প্রায় দেড় শতাংশ বেশি। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ডিসেম্বর মাসে আমাজন বনের ২১৮ বর্গকিলোমিটার বন ধ্বংস করা হয়েছে। ব্রাজিলের জাতীয় মহাকাশ সংস্থার (ইনপে) পর্যবেক্ষণে এই চিত্র ধরা পড়েছে। বলসোনারোর চার বছরের শাসনামলে আগের দশকের তুলনায় প্রতিবছর গড়ে আমাজনের ৭৫ শতাংশ বেশি বন উজাড় হয়েছে। এর পেছনে বলসোনারোর অ্যাগ্রিবিজনেস মহলের বন্ধুরা জড়িত ছিলেন। পরিবেশবাদী সংগঠন ও জলবায়ু পর্যবেক্ষক মার্সিও আস্তিরিনি বলেন, 'বলসোনারো সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু তিনি পরিবেশের যে ক্ষতি করে গেছেন তার রেশ অনেক বছর পর্যন্ত টানতে হতে পারে।'