নিজস্ব সংবাদদাতাঃ প্রবাসী ভারতীয় দিবসের কনভেনশনে যোগ দিতে ইন্দোরের বিমানবন্দরে পৌঁছেছেন সুরিনামের প্রেসিডেন্ট চন্দ্রিকাপারসাদ সন্তোখি। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র, জলসম্পদ মন্ত্রী তুলসী সিলাওয়াত এবং অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে সন্তোখিকে অভ্যর্থনা জানান। প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) কনভেনশনের বিশেষ অতিথি চন্দ্রিকাপারদ সন্তোখি। ১৭তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন ৮-১০ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই কনভেনশনের মূল প্রতিপাদ্য বিষয় হল, "প্রবাসী: অমৃত কাল-এ ভারতের অগ্রগতির জন্য নির্ভরযোগ্য অংশীদার।"