নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে চলা ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলবেন না শার্দূল ঠাকুর। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম একাদশের বাইরেই থাকতে হবে মুম্বইকর এই ক্রিকেটারকে। ভারত অধিনায়ক বিরাট কোহলি বুধবার সাংবাদিক বৈঠকে বলেন, শার্দূলের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। তবে তিনি তৃতীয় টেস্ট ম্যাচের আগেই সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।