/anm-bengali/media/post_banners/m9qf7nanXONScC0Dc0Qc.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ কলকাতার আবহাওয়া দপ্তরের বার্তাকে সত্যি করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি আলিপুরদুয়ারেও মুষলধারে বৃষ্টি শুরু হল। জেলার বিভিন্ন প্রান্তে বুধবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আলিপুরদুয়ারের বিভিন্ন ওয়ার্ডে জল জমে রয়েছে রাস্তায়। ৮,৯,১৩,১৮ নং ওয়ার্ডের রাস্তায় এবং বাড়িতে জল জমে গৃহবন্দী মানুষ। তীব্র গরমের মুষলধারে বৃষ্টির ফলে স্বস্তির নিঃশ্বাস ফেললেও নতুন করে এই জমা জল অস্বস্তিতে ফেলেছে আলিপুরদুয়ারের বাসিন্দাদের । প্রতিবছর বর্ষার মরশুমে বৃষ্টি হলেও এবছর বৃষ্টি তেমন ভাবে হয়নি আলিপুরদুয়ারে। স্বাভাবিক ভাবেই কৃষি জমিতে এর প্রভাব পরেছে। আজ সকাল থেকে বৃষ্টি নেমেছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে বাংলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us