সিপিআই কর্মীর বাড়িতে গিয়ে হুমকি পুলিশের!

author-image
Harmeet
New Update
সিপিআই কর্মীর বাড়িতে গিয়ে হুমকি পুলিশের!

হরি ঘোষ, দুর্গাপুর : সিপিআই কর্মীর বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, দুর্গাপুরের যুবক- যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য শিল্প রক্ষার দাবিতে আগামী ১২ জানুয়ারী ফার্টিলাইজার কারখানার গেট চত্ত্বরে মহম্মদ সেলিমের জনসভা রয়েছে। আর তারই প্রচার করছিলেন ফুলঝোড়ে দলের কয়েকজন সমর্থক-কর্মী। অভিযোগ, তাদের মধ্যে গত শুক্রবার দুপুরে তিনজন পুলিশ সুজয় চন্দ নামক একজনের বাড়িতে যায়। তার অবর্তমানে তার বাড়িতে বৃদ্ধা মাকে ধমকি দেওয়া হয় বলে অভিযোগ। তারই প্রতিবাদে এন টি পি এস থানায় প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেন বাম কর্মীরা।