সঙ্গমের পরেই কি শরীর ছেড়ে উঠে যান সঙ্গী?

author-image
Harmeet
New Update
সঙ্গমের পরেই কি শরীর ছেড়ে উঠে যান সঙ্গী?

নিজস্ব সংবাদদাতা: সঙ্গমের পরেই আপনার সঙ্গী কি আপনাকে ছেড়ে উঠে যাওয়ার জন্য ব্যস্ত থাকেন? গবেষণা বলছে, এমনটা হলে আপনার প্রতি সঙ্গীর ভালোবাসা কম। বা এই যৌন মিলনে সে সুখ পাচ্ছে না। সে ক্ষেত্রে প্রভাব পড়তে পারে জীবনের ওপরেও। এমনটা বেশিদিন চললে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। কারণ যৌন জীবন সুখের না হলে, গোটা জীবনটাই বদলে যায়। সম্পর্কেও ফাটল ধরে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, সঙ্গমের পরেও সঙ্গী একে অপরকে ছাড়তে চান না। এমনটা হলে তো আর কথা নেই। মনে করবেন তাহলে আপনিই সব থেকে সুখী মানুষ। দু'জনেই যৌন মিলনে সবটুকু সুখ পাচ্ছেন।