রেলের জমিতে পাট্টা দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল

author-image
Harmeet
New Update
রেলের জমিতে পাট্টা দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুরে রেলের জমিতে পাট্টা দেওয়ার অভিযোগে কাঠগড়ায় স্থানীয় কিছু তৃণমূল কর্মী। শনিবার রেল উচ্ছেদের নোটিশ দিলে উত্তেজিত বাসিন্দারা চলে আসেন তৃণমূলের ২৯নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলারের পার্টি অফিসে, ব্যাপক ক্ষোভ প্রকাশ করে উত্তেজিত স্থানীয়রা। রেলের জমি অথচ সেই জমিতে পাট্টা দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ স্থানীয় কিছু তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, এবার সেই জমি পুনরুদ্ধারে রেল আসলে ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত স্থানীয়রা।


দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের ঘুসিকডাঙা এলাকার এই ঘটনায় এবার সগরভাঙা কলোনির তৃণমূল পার্টি অফিসের সামনে চলে আসে উত্তেজিত বাসিন্দারা, এদের দাবি ছিল পুনর্বাসন দেওয়া হোক তাদেরকে, রীতিমতো স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সুনীল চ্যাটার্জিকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।দাবি ছিল যদি জমি রেলের হয় তাহলে কেন সেই জমিতে ঢাকঢোল পিটিয়ে টাকার বিনিময়ে পাট্টা দেওয়ার নামে মিথ্যে কথা বলা হলো, প্রশ্ন তোলেন কেন টাকা নেওয়া হলো? প্রাক্তন কাউন্সিলার তথা চার নম্বর বোরোর চেয়ারম্যান সুনীল চ্যাটার্জি, রেল উচ্ছেদে এলে প্রতিরোধ করা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দেন ।