নিজস্ব সংবাদদাতা: দিল্লির হিট অ্যান্ড রানের ঘটনায় দেশে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানীর সুলতানপুরী এলাকায় ২০ বছরের যুবতীকে একটি গাড়ি ধাক্কা দেয়। এরপর তাঁকে হিচড়ে কয়েক কিলোমিটার নিয়ে যায় ঘাতক গাড়িটি। হাড়হিম করা ওই ঘটনাটি নিয়ে সর্বত্র চর্চা চলছে। এই পরিস্থিতিতে মৃতার পরিবারের পাশে দাঁড়ালেন শাহরুখ খান। অঞ্জলি পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর পর অত্যন্ত অসহায় হয়ে পড়েছে পরিবার। খবরটি কিং খানের কাছে পৌঁছনো মাত্র অঞ্জলির পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। জানা গিয়েছে, শাহরুখের NGO মীর ফাউন্ডেশনের তরফ থেকে টাকা দেওয়া হয়েছে মৃতার পরিবারকে। তবে ঠিক কত টাকা দেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি।