ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ জগৎগুরু শংকরাচার্য

author-image
Harmeet
New Update
ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ  জগৎগুরু  শংকরাচার্য

নিজস্ব সংবাদদাতা: একের পর এক ধসে বসে যাওয়ার সম্ভাবনা দেবভূমির। সাড়ে পাঁচশোর বেশি ঘরে ফাটল ধরেছে। বাড়ি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে যোশীমঠের অধিকাংশ বাসিন্দাকে। আতঙ্ক গ্রাস করেছে তীর্থযাত্রীদের। এবার এই মামলা গড়াল সুপ্রিম কোর্টে। দেবভূমির জগৎগুরু শংকরাচার্য অভিমুক্তশ্বরানন্দ সরস্বতী মহারাজ আইনজীবীর মাধ্যমে একটি মামলা দায়ের করেছেন।




তাঁর আশঙ্কা, "যোশীমঠের এই ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে বদ্রীনাথের নরসিংহ মন্দির।" উন্নয়নের নামে প্রকৃতির ক্ষতি করা হচ্ছে বলে সরব হয়েছেন তিনি। পাশাপাশি তিনি যোশীমঠের এই পরিণতির জন্য বাসিন্দাদের পুনর্বাসন এবং আর্থিক সাহায্যেরও দাবি তুলেছেন।