তাড়া করে সন্দেহভাজন জঙ্গিদের পাকড়াও করল STF

author-image
Harmeet
New Update
তাড়া করে সন্দেহভাজন জঙ্গিদের পাকড়াও করল STF


নিজস্ব সংবাদদাতাঃ
ফের রাজ্যে বড় সাফল্য পেল এসটিএফ। জানা গিয়েছে, শনিবার জেহাদি কার্যকলাপের অভিযোগে টিকিয়াপাড়ায় দুজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। দ্বিতীয় হুগলী সেতু থেকে ধাওয়া করে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, আগ্নেয়াস্ত্র জোগাড়ের ছক ছিল ধৃত দুই সন্দেহভাজন জঙ্গির। খিদিরপুরে গোপন বৈঠক ও অস্ত্র সংগ্রহের পরিকল্পনা ছিল দুজনের বলে দাবি এসটিএফের। ধৃতদের নাম হল মহম্মদ সাদ্দাম ও সায়াদ আহমেদ। ধৃত মহম্মদ সাদ্দাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের এমটেকের ছাত্র। এই ধৃত দুজনের আগামী ১৯ জানুয়ারি অবধি পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে বলে খবর।