দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : 'পাকা বাড়ি থাকা সত্ত্বেও কেন আবাস যোজনায় নাম, জবাব চাই টিএমসি'- এই ধরনের পোস্টার ঘিরে শুরু হল রাজনৈতিক তরজা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলায় ডেবরা ব্লকের ইটাই গ্রামের। শনিবার দুপুরে বেশ কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে, যাদের পাকা বাড়ি রয়েছে এবং তারা তৃণমূল সমর্থিত ব্যক্তি বলে অভিযোগ।আর তাদের নামেই পোস্টার পড়ল ইটাই গ্রামের বেশ কয়েকটি জায়গায়। গ্রামবাসীদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই পোস্টার দিল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।আর তা নিয়েই শুরু রাজনৈতিক তরজা।
তবে এ নিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি এই পোস্টার লাগিয়েছে। যখন আবাস যোজনায় নাম তোলা হয় ২০১৮ তে, তখন বিজেপির পঞ্চায়েত ছিল। এখনো বিজেপির পঞ্চায়েত রয়েছে। ওরাই নামের লিস্ট করেছে,আর এখন নাম আসতে ওরাই আবার পোস্টার দিচ্ছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূলের কোন ভূমিকা নেই বলে দাবি শাসকদলের। অপরদিকে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেছে বিজেপি। কে বা কারা পোস্টার দিয়েছে তা বিজেপি জানে না বলে দাবি। তবে যাদের পাকা বাড়ি রয়েছে, তাদের নাম আবাস যোজনায় এসেছে বলেও জানানো হয় বিজেপির তরফে৷