জুয়ার আসরে গ্রেফতার কংগ্রেস নেতা সহ চার জুয়াড়ি

author-image
Harmeet
New Update
জুয়ার আসরে গ্রেফতার কংগ্রেস নেতা সহ চার জুয়াড়ি

নিজস্ব সংবাদদাতা, লাউদোহা : খনি অঞ্চলে কড়া প্রশাসন। প্রায় বন্ধ অবৈধ কয়লা, বালির কারবার। ঠিক সেই মুহূর্তেই খনি অঞ্চলে বাড়ছে মাদক ও জুয়ার কারবার। ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশের তাৎপরতায় পাণ্ডবেশ্বর, লাউদোহা ও অন্ডাল এলাকায় ধরাও পড়েছে মাদক পাচারকারী চক্র ।

শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ফরিদপুর থানার পুলিশ হানা দেয় নাকড়াকোন্দা ঝাঁজরা কলোনির একটা ক্লাব ঘরে। ফরিদপুর থানার মেজোবাবু লাল্টু পাখিরার নেতৃত্বে পুলিশের একটা দল জুয়ার ঠেকে হানা দেয়। জুয়ার ঠেক থেকে গ্রেফতার করা হয় এলাকার পরিচিত এক কংগ্রেস নেতা সোমালি সাঁই সহ স্বপন বাউরি, চন্দু সূত্রধর, আকবর মিয়া ও সিমাই বাউরি সমেত চারজনকে। জুয়ার ঠেক থেকে উদ্ধার হয় নগদ ১ লক্ষ ২৬ হাজার ৩০০ টাকা। ধৃতদের শনিবার দুর্গাপুর আদালতে তোলা হল। জুয়ার ঠেকে কংগ্রেস নেতার গ্রেফতারিতে গুঞ্জন রাজনৈতিক মহলে।