নিজস্ব সংবাদদাতা: অপরিশোধিত তেলের দামের পতন অব্যাহত। নতুন বছরের প্রথম সপ্তাহেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলার থেকে ৭৩ ডলারে নেমে গেল। মাত্র পাঁচ দিনে দাম কমেছে ৮ শতাংশেরও বেশি। তবে দাম কমার ফলে ভারতীয় কোম্পানিগুলো ব্যাপক সুবিধা পাচ্ছে। সরকারি তেল কোম্পানি এইচপিসিএল, বিপিসিএল এবং আইওসি ১৫ মাস ধরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি।