দিগ্বিজয় মাহালী, পূ্র্ব মেদিনীপুর : নন্দীগ্রাম শহীদ মিনারে ২০০৭ সালের ৭ জানুয়ারি, আজকের দিনে বশ্যতা বিরোধী "নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনে" নিহত অমর শহীদদের প্রতি মোমবাতি প্রজ্বলন ও মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং স্মৃতিচারণ করলেন নন্দীগ্রাম আন্দোলনের কান্ডারী, বিধায়ক, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।