নিজস্ব সংবাদদাতা: বিগত কয়েক মাসে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে দফায় দফায় বাতিল হয়েছে লোকাল ট্রেন । কখনও শক্তিগড় স্টেশনে রেলের কাজ আবার কখনও বারুইপাড়া, চন্দনপুরে ফোর্থ লাইনের কাজের জন্য ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। এদিকে এবার সপ্তাহের মাঝামাঝি সময়ে হাওড়া-তারকেশ্বর মেন লাইনে কৈকালা স্টেশনে ফাটল দেখা গেল। তার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল।