এলইটি-র সদস্য আরবাজ আহমেদ মীরকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক

author-image
Harmeet
New Update
এলইটি-র সদস্য আরবাজ আহমেদ মীরকে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রক

নিজস্ব সংবাদদাতাঃ  স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) লস্কর-ই-তৈবা (এলইটি) সদস্য আরবাজ আহমেদ মীরকে ১৯৬৭ সালের বেআইনী ক্রিয়াকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করেছে যে মীর, যিনি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, বর্তমানে পাকিস্তানে রয়েছেন এবং সীমান্তের ওপার থেকে এলইটি-র জন্য কাজ করছেন। মীর টার্গেট কিলিং-এ জড়িত এবং জম্মু ও কাশ্মীরের কুলগামে রজনী বালা নামে এক মহিলা শিক্ষিকাকে হত্যার মূল ষড়যন্ত্রকারী হিসাবে চিহ্নিত।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "মীর কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদের সমন্বয় সাধন এবং সীমান্তের ওপার থেকে অবৈধ অস্ত্র বা গোলাবারুদ বা বিস্ফোরক পরিবহনের মাধ্যমে সন্ত্রাসীদের সহায়তা করার সঙ্গে জড়িত।"