নিজস্ব সংবাদদাতা: ধীরে ধীরে বসে যাচ্ছে উত্তরাখণ্ডের যোশীমঠ । ভেঙে পড়ল আস্ত একটা মন্দির।মন্দির ভেঙে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল শৈত্যপ্রবাহের মধ্যেই ঘরে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, প্রায় ৬০০ বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।