ATP 250 টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছলেন জোকোভিচ

author-image
Harmeet
New Update
ATP 250 টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছলেন জোকোভিচ

নিজস্ব সংবাদদাতাঃ নোভাক জোকোভিচ সরাসরি সেটে ডেনিস শাপোভালভকে হারিয়ে ATP 250 টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছে গেলেন। শেষ চার রাউন্ডে রাশিয়ার দানিল মেদভেদেভের মুখোমুখি হবে সার্বরা। সেমিফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভের মুখোমুখি হবেন তিনি।