নিজস্ব সংবাদদাতা: শীতকাল মানেই যে হরেক মজা আর আনন্দ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই পোশাক যতটা সম্ভব না খুলেই যৌনতা শীতে অন্য আমেজ এনে দিতে পারে। আপনার প্রাথমিক লক্ষ্যই হবে, সঙ্গীকে আবরণহীন না করে তাঁর শরীরের ঘনিষ্ঠ হওয়ার।
চিরকালীন ‘মিশনারি’ পজিশন তো আছেই। এর পাশাপাশি নানা ধরনের পজিশন ট্রাই করতে পারেন। অবশ্যই পরস্পরের সম্মতিতেই। এর মধ্যে স্পুনিং অর্থাৎ পুরুষটির কোলে মহিলাটি বসে থাকা অবস্থায় সঙ্গম দ্রুত দু’জনকেই উত্তেজিত করবে দ্রুত।