পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিল খেলেন ডঃ হুমায়ুন কবির

author-image
Harmeet
New Update
পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিল খেলেন ডঃ হুমায়ুন কবির

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : স্কুলের পড়ুয়াদের সঙ্গে একসঙ্গে বসে মিডে মিল খেলেন বিধায়ক ডঃ হুমায়ুন কবির। শুক্রবার সকাল এগারোটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলায় ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের টাবাগেড়্যা গ্রামে আদিবাসী অধ্যুসিত এলাকা পরিদর্শনে আসেন বিধায়ক ডঃ হুমায়ুন কবির এবং ফেরার পথে টাবাগেড়্যা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। কেমন চলছে পঠন পাঠন, কি কি সমস্যা রয়েছে, এই বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন।সর্বশেষে বিদ্যালয়ের কচিকাচা পুড়ুয়াদের সঙ্গে বসে মিডে মিল খান। পুড়ুয়াদের সঙ্গে কথা বলেন। মেনুতে ছিল সব্জি- তরকারি, মাছ,ডাল, চাটনি,মিষ্টি। ছোট ছোট পুড়ুয়াদের সাথে বসে খেয়ে খুব ভালো লাগছে বলে জানান বিধায়ক। তিনি এও বলেন যে, খাবার সুস্বাদু ছিল।