খড়দায় টাকার পাহাড়ের হদিশ ফ্ল্যাটে

author-image
Harmeet
New Update
খড়দায় টাকার পাহাড়ের হদিশ ফ্ল্যাটে

নিজস্ব সংবাদদাতা : টালিগঞ্জ, বেলঘরিয়া, গার্ডেনরিচের পর এবার কুবেরের ধন খড়দায়। বৃহস্পতিবার রাত থেকে খড়দায় পুলিশের ম্যারাথন তল্লাশি চলছে। 


শুক্রবার ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের অভিযানে খড়দায় টাকার পাহাড়ের হদিশ মিললো ফ্ল্যাটে। উদ্ধার নগদ প্রায় ৩২ লক্ষ টাকা। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কমিশনের টাকা বলে অনুমান পুলিশের।জনৈক অমিতাভ দাসের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ টাকা। অমিতাভ দাস যাদবপুরের বাসিন্দা। আড়াই বছর আগে খড়দায় ফ্ল্যাট কেনেন। প্রতিবেশীরা অধ্যাপক হিসেবেই জানেন তাকে।