নিজস্ব সংবাদদাতা: বিপদ বাড়ল টুইটার ব্যবহারকারীদের। হ্যাক হয়ে গেল টুইটার, তথ্য চুরি গেল ২০০ মিলিয়ন অর্থাৎ ২০ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারীর। টুইটারের ব্য়বহারকারীদের ইমেইল অ্যাড্রেস চুরি করে তা অনলাইন হ্যাকিং ফোরামেও দিয়ে দিয়েছে হ্যাকাররা, এমনটাই জানা গিয়েছে। যদিও টুইটারের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। হ্যাকিংয়ের পর টুইটার সংস্থার তরফে আলাদা করে কোনও তদন্ত শুরু করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।