নিজস্ব সংবাদদাতাঃ জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) ভারতীয় ব্যাটালিয়নের অংশ হিসেবে সুদানের আবিই অঞ্চলে আজ এক প্লাটুন নারী শান্তিরক্ষী মোতায়েন করতে যাচ্ছে ভারত। জাতিসংঘের বিজ্ঞপ্তিতে ভারতের স্থায়ী মিশন জানিয়েছে, ২০০৭ সালে লাইবেরিয়ায় প্রথমবারের মতো মহিলা বাহিনী মোতায়েনের পর থেকে এটি জাতিসংঘ মিশনে মহিলা শান্তিরক্ষীদের ভারতের বৃহত্তম একক ইউনিট হবে। ২০০৭ সালে, ভারত প্রথম দেশ হিসেবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে একটি সর্ব-মহিলা বাহিনী মোতায়েন করে। লাইবেরিয়ার গঠিত পুলিশ ইউনিট ২৪ ঘণ্টা পাহারা রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করে, রাজধানী মনরোভিয়ায় রাত্রিকালীন টহল প্রদান করে এবং লাইবেরিয়ান পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।